মঠবাড়িয়ায় দুই ঘরে ডাকাতি ॥ ৪ লাখ টাকার মালামাল লুট শিবাজী মজুমদার শিবু শিবাজী মজুমদার শিবু মঠবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৮ | আপডেট: ৪:০৮:অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৮ SHARES পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দুর্গাপুর গ্রামে ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদার ও হিরুল আমীন হাওলাদারের বাড়িতে গতকাল রোববার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতদল পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটবসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পারিবারিক সূত্রে জানাগেছে, গতকাল রোববার রাতে ৮/১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল প্রথমে ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদারের ঘরের জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে একভরি স্বর্ণালংকার, ল্যাপটব ও ৫টি মোবাইল ফোন নিয়ে যায়। পরে একই ডাকাতদল পার্শ্ববর্তী হিরুল আমীনের ঘরের জানালার গ্রিল ভেঙে নগদ ত্রিশ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। SHARES আরও পড়ুন তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার দলিত নারীর অর্থনৈতিক উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা তালার বেগুনদাড়া খালের মাটি কেটে ইটভাটায় নেওয়ায় এলাকাবাসি ফুঁসে উঠেছে