বাবুগঞ্জে পূত্রবধুকে নিতে এসে সড়ক দূর্ঘটনায় লাশ হয়ে ফিরলো ঝালকাঠির বৃদ্ধা আরিফ হোসেন আরিফ হোসেন বাবুগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৮ | আপডেট: ৪:০০:অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৮ SHARES বরিশলের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর-মীরগঞ্জ সড়কে পূত্রবধুকে নিতে এসে সড়ক দূর্ঘটনায় লাশ হয়ে ফিরলো ঝালকাঠির বৃদ্ধা ইউসুফ মল্লিক(৭০)। নিহত ইউসুফ ঝালকাঠির পাটকেল ঘাটা গ্রামের মরিচ বুনিয়া বাজার সংলগ্ন মল্লিক বাড়ির বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়,গত সোমবার দুপুরে নিহত ইউসুফ পুত্রবধুকে নিতে আসে বাবুগঞ্জস্থ ক্ষুদ্রকাঠির চৌকিদার বাড়ি। এসময় তিনি বাবুগঞ্জ বাজার থেকে মিষ্টি ,পান-সুপারি ইত্যাদি নিয়ে পুত্রবধু শিউলির বাড়িতে রওয়ানা হলে স্টীলব্রীজ সংলগ্ন মোড়ে মাহিন্দ্রা থেকে বেপরোয় গতির কারনে ছিটকে রাস্তায় পরেন। এসময় বিপরিত থেকে আসা অবৈধ ট্রলি তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তিনি নিহত হন। ঘটনাস্থল থেকে মাহিন্দ্রা সহ ড্রাইভারকে জনতা আটক করলেও ট্রলি ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে বিমান বন্দর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠান। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসি,সহকারি কমিশনার(ভূমি) বিবি খাদিজা,বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন,রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ প্রমুখ। এসময় জনতার দাবির মূখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলে শীঘ্রই সড়ক থেকে অবৈধ যান উচ্ছেদ করতে ব্যবস্থা গ্রহন করা হবে। SHARES আরও পড়ুন তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার দলিত নারীর অর্থনৈতিক উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা তালার বেগুনদাড়া খালের মাটি কেটে ইটভাটায় নেওয়ায় এলাকাবাসি ফুঁসে উঠেছে