সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিএম কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি
বরিশাল :
বরিশালে ডিবিসি টেলিভিশনের ক্যামেরাপার্সন সুমন হাসানের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বরিবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় কলেজের শহীদ মিনার সংলগ্ন গেটের সামনের সড়কে এই কর্মসূচী পালন করা হয়।
বিএম কলেজ জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি কাওসার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি বিধান সরকার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক এম জহির, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক ফিরোজ মোস্তফা, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, বিএম কলেজের সাবেক ছাত্রনেতা মোখলেসুর রহমান, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সহ সভাপতি শামিল শাহরোখ তমাল, সংগঠক প্রদীপ দাস, নূর নিরব, ছাত্রমেত্রী ব্রজমোহন কলেজ শাখার সভাপতি জয় চক্রবর্তী প্রমূখ। এসম বক্তরা আরো বলেন,ঘটনার উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত তারা প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবে।