বরিশাল :
বরিশালের হিজলায় অভিযান চালিয়ে জব্দকৃত ১ শত মন জাটকার উম্মুক্ত নিলাম করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আটক ১৪ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। রোববার (১৮ মার্চ) সকাল ৯ টায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ এ আদেশ প্রদান করেন।এরআহে রোববার ভোর ৫ টার দিকে হিজলা উপজেলাধীন বাউশিয়া নদীতে এ অভিযান চালানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশেল হিজলা ফাঁড়ির ইনচার্জ এসআই উত্তম কুমার দাস।
তিনি জানান, হিজলা থেকে একটি বোট বোঝাইকরে জাটকাগুলো ১৪ জন ব্যবসায়ি মিলে বরিশালের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো পরে জব্দকৃত বোটসহ জাটকা ও আটককৃতদের ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করা হয়। হিজলার সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আবুল বাশার জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দকৃত জাটকা নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রির সিদ্ধান্ত হয় এবং আটক ১৪ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ জানান, একই বিষয়ে দু’বার দন্ডের নিয়ম না থাকায় আটক ১৪ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে তাদের কাছ থেকে জব্দকৃত জাটকা উম্মুক্ত নিলামে ১০ জন ব্যবসায়ীর অংশগ্রহনে সর্বোচ্চ দর ২ লাখ ৭ হাজার টাকায় বিক্রি করা হয়।