উজিরপুরে বিয়ারসহ ফল ব্যবসায়ী আটক

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৮ | আপডেট: ১১:২৬:অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৮

বরিশাল :

বরিশালের উজিরপুরে বিয়ারসহ এক ফল ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। আটককৃত মোঃ নাসির মল্লিক (৩৮) উজিরপুর উপজেলার হাবিবপুর এলাকার মধ্যম কেশবকাফি এলাকার মৃত মৃত আব্দুর রাজ্জাক মল্লিকের ছেলে। শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার হাবিবপুর স্লুইচগেট বাজারের মল্লিক ফল ষ্টোর থেকে তাকে আটক করা হয়।

আটকের সময় তার মালিকানাধীন ওই দোকান থেকে ০৫ বোতল বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে উজিরপুর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। রোবাবার (১৮ মার্চ) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

Print Friendly, PDF & Email