‘বিএনপির মুখে গণতন্ত্র কিন্তু পকেটে-আঁচলে রাজাকার, তথ্যমন্ত্রী

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৮ | আপডেট: ৮:৪৬:অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৮

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপির মুখে গণতন্ত্র কিন্তু পকেটে-আঁচলে রাজাকার, জঙ্গি ও আগুনসন্ত্রাসী। তাই বিএনপি এখনো বিপজ্জনক।’

রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কার্যালয়ে মহানগর জাসদের ‘সাংগঠনিক মাস’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি এখনো অপরাধী ও খুনি রক্ষার অপরাজনীতি করছে। কিন্তু তারা অপরাধীদের বাঁচানোর বা নিজেকে যতই ধোয়া-মোছার চেষ্টা করুক, বেগম খালেদার পিঠে দুর্নীতির ছাপ, হাতে রক্তের দাগ সহজে মোছার নয়।’

‘দেশে শান্তি ও নিরাপত্তার জন্য জঙ্গি-আগুনসন্ত্রাস ধ্বংস এবং জঙ্গিসঙ্গীদের আস্তানা বিএনপিকে মতার বাইরেই রাখতে হবে’ উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, ‘চলমান রাজনীতিতে জঙ্গি নির্মূল, জঙ্গিসঙ্গী বিএনপিকে কোনো ছাড় না দেয়া এবং বৈষম্য-দুর্নীতি-দখলবাজী অবসানে অটল থাকার তিন যুদ্ধে সবাইকে অটল ও ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং এ যুদ্ধে জাসদ থাকবে সামনে।’

ঢাকা মহানগর জাসদের সভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সভায় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপিসহ নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন নূরুল আকতার, শফিউদ্দিন মোল্লা, শহিদুল ইসলাম, মোহাম্মদ নুরুন্নবী, ইদ্রিস ব্যাপারী, মাইনুর রহমান, একেএম আলম, এডভোকেট মহিবুর রহমান মিহির, ইদ্রিস আলী প্রমুখ।

এর পরপরই তোপখানা রোডে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগদান করে পত্রিকার সকলকে শুভেচ্ছা জানান তথ্যমন্ত্রী।

Print Friendly, PDF & Email