বরিশালে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৮ | আপডেট: ১:৪৭:অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৮

বরিশাল: বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শামীম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শামীন একই গ্রামের বাসিন্দা সাহেব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৮ মার্চ) ভোরে ভিকটিম ঘর থেকে বের হয়ে টয়লেটে যান। এসময় শামীম ভিকটিমকে ধর্ষণ করে।

কিশোরী তার মায়ের কাছে গিয়ে বিষয়টি জানালে স্থানীয়দের সহায়তায় শামীমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) অরবিন্দ বিশ্বাস জানান, পুরো ঘটনার তদন্তে ভিকটিম ও আটককে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email