নওগাঁর রাণীনগরে নবম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দুদিন হোটেলে আটকে রেখে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই ছাত্রীকে গতকাল শনিবার মেডিক্যাল চেকআপের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার করজগ্রামে।
উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ওই ছাত্রী গত ১৩ মার্চ স্কুলে যাচ্ছিল। এ সময় তাকে রাস্তা থেকে উপজেলার করজগ্রাম বালিয়াপাড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে সিরাজুল ইসলামসহ (৪৩) কয়েকজন জোরপূর্বক সিএনজিতে তুলে অচেতন করে। এর পর তাকে বগুড়ার একটি হোটেলে আটকে রেখে দুদিন ধর্ষণ করে। ১৫ মার্চ সকালে সিরাজুল ইসলাম ধর্ষিতাকে এলাকায় নিয়ে এসে রাস্তায় ফেলে চলে যায়। এ ঘটনায় ছাত্রীর ভাই বাদী হয়ে সিরাজুল ইসলামসহ দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে গতকাল শনিবার থানায় মামলা দায়ের করেন।