জয়ের “পাপ কাহিনী”তে জড়ালো তমা মির্জা।

এ আল মামুন এ আল মামুন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৮ | আপডেট: ৭:০৫:অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৮

মানুষ মাত্রই ভুল আছে, মানুষ মাত্রই অন্যায় করে, আর অন্যায় এবং ভুল থেকেই হয়ে যায় পাপ। কেউ পাপ করেও নিজেকে সাধুভাবে, আবার কেউ পাপ করে অনুতপ্তের আগুনে জ্বলে। আর যারা অনুতপ্তের অনলে পুড়ে কয়লা হয়, তারাই তো হয়ে উঠে শুদ্ধ মানুষ। কজন আছে বুকে সাহস নিয়ে গলা উঁচু করে বলতে পারে “আমি ভুল করেছি, হ্যা হ্যা আমি পাপ করেছি, আমায় তোমরা ক্ষমা করে দাও।” হয়তো অনেকেরই এই সাহস নেই, তবে এই ক্ষেত্রে ব্যাতিক্রম বর্তমানের আলোচিত চিত্রনায়িকা তমা মির্জা।
কারন সে এবার নিজেই তার প্রিয় দর্শকদের শুনাতে চায় “পাপ কাহিনী”।
হ্যা বলছিলাম বর্তমানের আলোচিত এক চিত্র নায়িকা তমা মির্জার পাপ কাহিনীতে জড়িয়ে পড়ার কথা,
তমা মির্জার বর্তমান সময়টা বেশ ভালোই যাচ্ছে। বলা যায় তার বৃহস্পতি এখন তুঙ্গে, কারণ এইতো কদিন আগেই ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এরপর সম্প্রতি অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের নতুন ছবি ‘পাপ কাহিনী’ ছবিতে চুক্তিবদ্ধ হবার কথা জানালেন তিনি। তমা বলেন, “কয়েকদিন আগেই এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। তবে নেপালের বিমান দুর্ঘটনার কারণে মনটা খুব খারাপ থাকয় কাউকে নতুন কাজ নিয়ে বলা হয়নি।”
“পাপ কাহিনী” ছবি নিয়ে কথা বলতে গিয়ে তমা মির্জা বলেন ” পাপ কাহিনী ছবিতে দুই বোনের গল্প তুলে ধরা হবে। এখানে আমার বড় বোনের চরিত্রে অভিনয় করবেন “সোহানা সাবা” এমনটি আমাকে জানানো হয়েছে।”
“পাপ কাহিনী” ছবিটি পরিচালনার দায়ীত্বে আছেন শাহরিয়ার নাজিম জয়, এছাড়াও এই ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও তিনি তৈরি করেছেন। এটি জয় তিন নম্বর ছবি। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘প্রার্থনা’ ও ‘অর্পিতা’ নামে দুটি ছবি। নতুন এই ছবির শুটিং শুরু করবেন ২৮ এপ্রিল। জয় নিজেও অভিনয় করবেন, তবে নায়কের ভূমিকায় নয়। এখানে তাঁকে দেখা যাবে একজন টিভি উপস্থাপকের চরিত্রে। অন্যদিকে ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম। তাকে একজন প্রযোজকের চরিত্রে দেখা যাবে। তবে ছবির হিরো কে থাকছে তা এখনো চুড়ান্ত হয়নি বলে জানা যায়।

Print Friendly, PDF & Email