দশমিনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়া বঙ্গ বন্ধুর ৯৯তম জন্ম দিন পালিত

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৮ | আপডেট: ৩:০৫:অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৮

ফয়েজ আহমেদ দশমিনা প্রতিনিধি ॥
পটুয়াখালীর দশমিনায় উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়া পালন করেন জাতির জনক বঙ্গ বন্ধুর ৯৯তম জন্ম দিন ও অর্ন্তজাতিক শিশু দিবস ২০১৮। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্তে দশমিনা উপজেলা আওয়ামী লীগ সকাল থেকে দলীয় কার্যালয় জাতীয় পতাকা উত্তলন ,বঙ্গ বন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,পবিত্র কোরআনখানী দোয় মোনাজাত বঙ্গ বন্ধুর ৭মার্চে ঐতিহাসিক ভাষন প্রচার করে ।

 

সকাল ১০ঘটিকায় উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,ছাত্রলীগ,যুবলীগ,মহিলা আওয়ামীলীগ,শ্রমিকলীগের অংশ গ্রহনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভন্নি সড়ক ঘুরে এসে পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় ।

 

দশমিনা বেগম আরেফাতুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা ছিদ্দিক উল্লাহ গোলজারীর পবিত্র কোরআন পাঠের মাধ্যমে ,উপজেলা নির্বাহী অফিসার এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,শাখাওয়াত হোসেন শওকাত, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,দশমিনা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি কাজী আবু কালাম, দশমিনা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সিকদার গোলাম মোস্তফা,দশমিনা থানা অফিসার ইন-চার্জ রতন কৃঞ্চ রায় চৌধুরী,উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা কৃষি কর্মকর্ত কৃষিবিদ মোঃ বনি আমিন খান,প্রাথমিক সহ শিক্ষা কর্মকর্তা মোঃ আল মামুন,অন্যান্য দপ্তর প্রধান ও প্রতিনিধি ।

Print Friendly, PDF & Email