বিএনপিকে নির্বাচনে আনতে ৩য় পক্ষের সহায়তা নিচ্ছে সরকার (ভিডিও)

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৮ | আপডেট: ৩:১৭:অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৮

হ্যাপী আক্তার : আলো ছায়ার খেলার মতোই আগমী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হবার পর নির্বানে অংশগ্রহণ না নেবার অশংকা আরো বেড়েছে। সেই সাথে বেড়েছে ভোট নিয়ে নানা শঙ্কাও। খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না যাবার হুমকি দিচ্ছে বিএনপি। তবে ক্ষমতাসীনরা বলছে আদালতের রায়ে কেউ নির্বাচনের অযোগ্য হলে তার দায় আওয়ামী লীগের নয়। তবে প্রকাশ্যে এমন কঠোর হলেও আড়ালে অনেকটাই নমনীয় সরকার। নানা মহলের মাধ্যমে বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা চলছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ অবস্থায় বিএনচপর নেতারা বলছেন বেগম জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি।

ক্ষমতাসীনরা বিভিন্ন সভা সমাবেশে বলছেন, নির্বাচনের গাড়ি কারো জন্যে থেমে থাকবে। ২০১৪ সালের মতো কেই বাধা হতে পারবে না নির্বাচনের এই অগ্রযাত্রায়।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচন অবাদ ও নিরপেক্ষ হবে। বিএনপি ২০১৪ সালে নির্বাচন না করে ভুল করেছে। তারা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে অবশ্যই আসছে আগামী নির্বাচন করবে। বেগম খালেদা জিয়ার যে সাজা হয়েছে একটি দুর্নীতি মামলায়। এটা কোর্টের রায়, এখানে আওয়ামী লীগের কিছু করার নেই। আইন তার নিজের মতোই চলবে।

তবে প্রকাশ্যে এমন কঠোর মানোভাব দেখালেও আগামী জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে তৃতীয় পক্ষের সহায়তা নিচ্ছে সরকার।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দলটির নির্বাচন পরিচলনা কমিটির প্রধান মোঃ রশিদুল আলম জানান, আগামী নির্বাচনে সকল দল অংশগ্রহণ করা নিশ্চিত করতে ঢাকায় দায়িত্বরত বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে আহ্বান জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকেও আহ্বান করা হবে তারা যেন মধ্যস্ততা করে, যাতে বিএনপি নির্বাচনে আসে।

তিনি আরও বলেন, কেউ যদি তাদের দুর্নীতির জন্য নির্বাচনে যেতে না পারে সেটা তাদের ব্যর্থতা। তবে শেষ পর্যন্ত চেষ্টার পরেও ব্যর্থ হলে বিএনপিকে ছাড়াই নির্বাচনের জন্য প্রস্তুত ক্ষমতাসীন দল।

ভিডিও দেখতে ক্লিক করুন

সূত্র : চ্যানেল টোয়েন্টিফোর

Print Friendly, PDF & Email