শেখ হাসিনার নেতৃত্বেই আগামী সংসদ নির্বাচন: স্বাস্থ্যমন্ত্রী

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০১৮ | আপডেট: ১২:৩০:পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০১৮

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার আমতলী মডেল স্কুলের শিক্ষা মেলা উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমতলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মীর লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকারদলীয় চীফ হুইফ আ স ম ফিরোজ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া , জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আলিমুন রাজিব,শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ফকির, আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন, বাংলাদেশ মেডিকেল এ্যাসাসিয়েশন (বিএমএ) বগড়–া শাখার সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু , সাধারণ সম্পাদক ডাঃ রেজাউল আলম জুয়েল, বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু , যুবলীগ নেতা আঃ ছাত্তার, খ.ম শামিম, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মীর মহরম আলী, প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী শিবগঞ্জ উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে শিবগঞ্জ স্বাস্থ্য কমপেক্সে একটি উন্নত মানের এ্যাম্বুলেস, আল্ট্রাসোনগ্রাফী মেশিন, এক্সেরে মেশিন অচিরেই প্রদানের আশ্বাস দেন।

এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আমতলী মডেল স্কুলের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করে মোনাজাত করেন। এছাড়াও শিক্ষা বিষয়ক উপকরন বিতরণসহ স্কুলে সংরক্ষিত ভাষা আন্দোলন ও মুক্তি সংগ্রামের দুর্লভ চিত্র পরিদর্শন করেন।

Print Friendly, PDF & Email