পিরোজপুর মঠবাড়িয়ায় খাল থেকে তামিম(৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতাল সংলগ্ন খালের পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয় তামিম। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এরপরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তামিম শহরের মহিলা কলেজ এলাকার রিকশাচালক আমির হোসেনের এক মাত্র ছেলে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি খালের পাড়ে শিশু তামিমসহ আরও দুই শিশু একত্রে খেলতে ছিল। এ সময় তামিম হঠাৎ পা পিছলে খালে পড়ে পানিতে তলিয়ে যায়। আশপাশের লোকজন সঙ্গে সঙ্গে উদ্ধারের চেষ্টা করলেও তাকে খুঁজে পায়নি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে শিশু তামিমকে উদ্ধার করে। নিহত শিশুটির পরিবারে এখন শোকের মাতম চলছে।