
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় একযোগে উপজেলার ১৪ টি ইউনিয়নে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিদর্শক কে,এম সোহেল রানা বলেন, শিক্ষার্থীদের বিশুদ্ধ ভাবে,একই সূরে জাতীয় সংগীত পরিবেশন এবং আগামী ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কন্ঠ মিলিয়ে জাতীয় সংগীত পরিবেশন এ প্রতিযোগীতার উদ্দেশ্য। ইউনিয়ন পর্যায়ে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী ১৭ মার্চ উপজেলা পর্যায়ে চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহন করবে।