বাবুগঞ্জে ৬০ জন কর্মীদের মাঝে চেক বিতরন

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৮ | আপডেট: ১১:২৯:অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৮

রুরাল এমপ্লমেন্ট এন্ড রোড মেইন্টেনেন্স প্রগ্রাম শীর্ষক প্রকল্পের ২য় পর্যায়ের এলসি এস কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরন করেন। গতকাল বিকল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সুজিত হালদারের সভাপতিত্বে এলজিইডি প্রকৌশলী মো. মাহমুদ আল ফারুক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন। বিষেশ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি অফিসের মো. ইউসুফ আলী মৃধা, মো. মাহবুব ইসলাম, আঃ ছালাম, মো. ফয়সাল, মো. কামাল, মো. খাইরুল প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৩৭হাজার ৫শ টাকার একটি করে চেক ৬০জনের হাতে তুলে দেন।

Print Friendly, PDF & Email