
জিএম নিউজ :
নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ বৃস্পতিবার সারাদেশে রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হবে।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় রাষ্ট্রীয় শোক দিবস পালনের এই সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় শোক ঘোষণার পাশাপাশি আগামীকাল শুক্রবার দেশের সকল মসজিদ মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা কর্মসূচি ঘোষণা করা হয়।
গত সোমবার দুপুর ২টা ২০ মিনিটে ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে চারজন ক্রুসহ ৬৭ জন যাত্রী নিয়ে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে মোট ৫০ জন নিহত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশি যাত্রী ছিলেন ৩৩ জন যার মধ্যে ৯জন জীবিত রয়েছেন। বাংলাদেশি ছাড়া ৩২ জন নেপালি, একজন করে মালদ্বীপ ও চীনের যাত্রী ছিলেন।