ইসলামপুর মহিলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০১৮ | আপডেট: ১২:৩৭:পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০১৮

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: ইসলামপুরে মহিলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে ইসলামপুর জেজেকেএম গাল্স হাইস্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামালপুর-২,ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল,বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি জিয়াউল হক জিয়া। সম্মেলনটি উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি’র সহ সাধারণ সম্পাদক নাজমা হোসেন বেবী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বাড়ই।

ইসলামপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক জাহানা পারভীন পুঁথি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মরিয়ম বিনতে হোসেন খেয়া,সদস্য সাবিনা ইয়াসমিন,ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি’র সদস্য শাহিনা বেগম,নাজমা বেগম,জামালপুর জেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক রাশিদা ফারুকী ও যুগ্ম আহবায়ক হাসিনা বেগম প্রমূখ।

সম্মেলনটি সঞ্চালনা করেন ইসলামপুর পৌর মহিলা আওয়ামীলীগের আহবায়ক রোকসানা আক্তার বিদ্যুৎ। সম্মেলনের আলোচনা পর্ব শেষে দ্বিতীয় পর্বে ইসলামপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে জাহানারা পারভীন পুঁথি ও সাধারণ সম্পাদক হিসাবে আফরোজী আজাদ তানিয়ার নাম ঘোষণা করা হয়।

Print Friendly, PDF & Email