বাবুগঞ্জে পৃথক অভিযানে জুয়ারী ও মাদক বিক্রেতা গ্রেফতার

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০১৮ | আপডেট: ১২:২৯:পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০১৮

বাবুগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজন জুয়ারী ও একজন মাদক বিক্রেতা কে আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৬,তাং-১৩/০৩/১৮ইং এবং ০৭,তাং-১৪/০৩/১৮ইং। গ্রেফতারকৃতরা হল-উপজেলার কেদারপুর ইউনিয়নের ক্লাবগঞ্জ বাজার এলাকার মাদক বিক্রেতা মোঃ সাইদ হাং(৩৮),একই এলকার জুয়ারী মোঃ ইব্রাহীম(৩০),বাবুল হাং(২৮)।

মামলা সূতে জানাযায়,এস আই তাজেল গত মঙ্গলবার দিবাগত রাতে মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা সহ আটক করে বিক্রেতা সাইদ কে। অপর দিকে একই এলাকায় ওই রাত্রে এস আই আজাদ,এ এস আই রাজু ,পলাশ চন্দ্র অভিযান চালিয়ে দুইজন জুয়ারী আটক করে।আটক কৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।ওসি আব্দুস সালাম বলেন,মাদক,জুয়া,ইভটিজিং প্রতিরোধে বাবুগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স দেখাবে।

Print Friendly, PDF & Email