বরিশাল ডিবি পুলিশ কর্তৃক নির্যাতন! প্রতিবাদে মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

মাদারীপুরে বরিশাল জেলা ডিবি পুলিশ কর্তৃক বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ-এর ক্যামেরাপার্সণ সুমন হাসানের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা। বুধবার বেলা ১২টার দিকে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে জেলার প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইনের সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা দ্রুত ক্যামেরাপার্সণ সুমন হাসানের উপর নির্যাতনকারী ৮ পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
ডিবিসি নিউজ চ্যানেলের মাদারীপুর প্রতিনিধি মনির হোসেন বিলাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসস’এর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর কবির সহ কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।
১৩ মার্চ দুপুরে নিকটাত্মীয়কে গোয়েন্দা পুলিশে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিবিসি’র বরিশাল অফিসের ক্যামেরাপার্সণ সুমন হাসান। সাংবাদিক পরিচয় পেয়ে প্রকাশ্যে তার পড়নে থাকা টি-শার্ট টেনে হিচড়ে পেটাতে, পেটাতে তাকে গোয়েন্দা পুলিশের গাড়িতে তোলা হয়। পথিমধ্যে তার অন্ডকোষ চেপে ধরাসহ তাকে অমানুষিক নির্যাতন করা হলে সুমন অজ্ঞান হয়ে যায়, বলে অভিযোগ সাংবাদিক সুমনের।
এদিকে এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের ওই টিমে থাকা এসআই আবুল বাশারসহ ৮ সদস্যকে মেট্রোপলিটন পুলিশ লাইনে প্রত্যাহারসহ তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ^াস দেয়া হয় পুলিশের পক্ষ থেকে।