বরিশাল নগরের গণপাড়া এলাকার একটি গোরস্থান থেকে ৮ বছরের স্কুলছাত্রীর সিমা আক্তারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করার ঘটনার পর ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ (কালু) বরিশাল নগরের কাশিপুর এলাকার বাসিন্দা বলে জানাগেছে।মঙ্গলবার (১৩ মার্চ) দিবাগত রাত ১১ টার দিকে তার আটকের বিষয়টি নিশ্চিত করছেন বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত)এ আর মুকুল। এরআগে মঙ্গলবার সকালে এয়ারপোর্ট থানাধীন কাশিপুরের পশ্চিম চৌহটা এলাকার আঃ জব্বারের মেয়ে ও পূর্ব গণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী শিলা আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের স্বজনরা জানান, আঃ জব্বার ভোলা চরফ্যাশেন উপজেলার বাসিন্দা হলেও কর্মের কারণে পরিবার পরিজন নিয়ে বরিশালে থাকেন। গত ১১ মার্চ স্কুলের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে নিঁখোজ শিলা আক্তার। অনেক খোজাখুজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরিও করা হয়। পরে আজ তার মৃতদেহ গনপাড়া এলাকার একটি গোরস্থান থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়।তখন তার মুখে একটি গামছা বাধা ছিলো। পরিবারের সদস্যরা গামছা দেখেই সন্দেহ পোষন করেন যে সেটি স্থানীয় বাসিন্দা ও রিক্সাচালক আবুল কালাম আজাদ (কালু) এর। পাশাপাশি শিশুটিকে ধর্ষনের পরে হত্যা করে বস্তাবন্দি করে ফেলে দেয় বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে গ্রেফতারকৃত কালু।
