এয়ার‌পোর্ট থানা প্রেস ক্লা‌বের নির্বাচন স্থ‌গিত পুনঃ তফ‌সিল ঘোষনা ভোট গ্রহন ১৩ এ‌প্রিল

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৮ | আপডেট: ১২:১৮:পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৮

আগামী ১৬ মার্চ এয়ার‌পোর্ট থানা প্রেস ক্লা‌বের ২০১৮/১৯ সা‌লের দ্বি বা‌র্ষিক কার্য‌নির্বাহী ক‌মি‌টির নির্বাচন অ‌নিবার্য কার‌নে স্থ‌গিত ক‌রে পুনঃ তফ‌সিল ঘোষনা ক‌রে ভোট গ্রহ‌নের দিন ১৩ এ‌প্রিল নির্ধারণ ক‌রেছেন নির্বাচন ক‌মিশন। গতকাল এয়ার‌পোর্ট থানা প্রেস ক্লা‌বের নির্বাচন ক‌মিশনার আবুল কালাম মোল্লার স্বাক্ষ‌রিত প্রেস বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানান হয়। নির্বাচনী তফ‌সিল ঘোষনা পত্রে উ‌ল্লেখ করা হয়, এয়ার‌পোর্ট থানা প্রেস ক্লা‌বের কার্য‌নির্বাহী ক‌মি‌টির ২০১৮-১৯ দ্বি বা‌র্ষিক ক‌মি‌টি গঠ‌নের ল‌ক্ষ্যে ৯ টি প‌দের জন্য ম‌নোনয়নপত্র দা‌খি‌লের শেষ তা‌রিখ ২৮ শে মার্চ, ম‌নোনয়নপত্র বাছাই পূর্বক প্রার্থী তা‌লিকা প্রকা‌শ ২৯ শে মার্চ, ম‌নোনয়ন বিষয়ক আপ‌ত্তি গ্রহ‌ণ ৩০ শে মার্চ, আপ‌ত্তি শুনানী নিস্প‌ত্তি সিন্ধান্ত গ্রহন ৩১ শে মার্চ, প্রার্থীপদ প্রত্যাহা‌র শেষ ১ এ‌প্রিল, নির্বাচন ক‌মিশন কর্তৃক চূড়ান্ত প্রার্থী তা‌লিকা প্রকাশ ২ এ‌প্রিল, প্র‌তীক বরাদ্দ ৩ এ‌প্রিল এবং ভোট গ্রহন ১৩ এ‌প্রিল ( সকাল ১০ টা থে‌কে বিকাল ৪ টা ) ফলাফল ঘোষনা (বিকাল ৬ টায়)। প্রেস ক্লা‌বের মোট ভোটার ২৫ জন। নির্বাচন‌ে ভোট গ্রহন ব্যাল‌টের মাধ্য‌মে অনু‌ষ্ঠিত হ‌বে। ম‌নোনয়ন প্র‌তি‌দিন সকাল ১০ টা থে‌কে রাত ১০ টা পর্যন্ত নির্বাচন ক‌মিশন কার্যালয় থে‌কে সংগ্রহ ও দা‌খিল করা যা‌বে। ম‌নোনয়ন পত্র মূ‌ল্যে শুধু সভাপ‌তি প‌দে ৫০০ টাকা ও অন্যান্য সকল প‌দের জন্য ৩০০ টাকা। নির্বাচন ক‌মিশনার উ‌ল্লে‌খিত নির্বাচ‌নের কার্যক‌র্মে শা‌ন্তি পূর্ণ প‌রি‌বেশ বজায় রাখার জন্য সবাই‌কে আহবান জা‌নি‌য়ে‌ছেন।

Print Friendly, PDF & Email