বুড়াগৌড়াঙ্গ নদীতে র্যাবের যৌথ অভিযান ৫০হাজার মিটার কারেন্ট জাল ৪মন ঝাটকা জব্দ
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

ফয়েজ আহমেদ,দশমিনা প্রতিনিধি॥
পটুয়াখালীর দশমিনা উপজেলার তেতুঁলিয়া ও বুড়াগৌড়াঙ্গ নদীতে উপজেলা মৎস্য বিভাগ র্যাবের যৌথ অভিযান ৫০হাজার মিটার কারেন্ট জাল ,৪মন ঝাটকা জব্দ করেছে বলে জানান দশমিনা উপজেলা মৎস্য অফিসার মোঃ বাহাবুব আলম তালুকদার ঝান্টা। আজ ১২ মার্চ রোজ সোমবার সকাল ১০টা থেকে উক্ত নদীতে র্যাব-৮ পটুয়াখালী এর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম এবং দশমিনা উপজেলা মৎস্য বিভাগের মৎস্য কর্মকর্তামোঃ বাহাবুব আলম তালুকদার ঝান্টার নেতৃত্বে যৌথ অভিযানে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল কালারানী নামক স্থানে নদী তীরে প্রকাশ্যে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
এছাড়াও দুটি মাছের গদি থেকে প্রায় চার মন ঝাটকা আটক করে উপজেলার বিভিন্ন এতিম খানা, লিল্লাহ বোডিং এবং হাফিজিয়া মাদ্রাসায় বিতরন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আনিসুর রহমান,উপজেলা যুব লীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন পলোয়ান এবং দশমিনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহমেদ প্রমূখ।