ইসলামপুর নতুন চরদাদনা বেলকোচিপাড়া গ্রাম শুভ বিদ্যুতায়ন

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৮ | আপডেট: ১০:২১:অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৮

ওসমান হারুনী জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর নতুন চরদাদনা বেলকোচিপাড়া গ্রাম শুভ বিদ্যুতায়ন হয়েছে। (আজ)সোমবার সকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে সুইচ টিপে গ্রামটি আলোকিত করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া,ইসলামপুর পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ভজন কুমার বর্মন ও উপজেলা আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহবায়ক আফরোজী আক্তার তানিয়া,৭নং পাথর্শী মহিলালীগের আহবায়ক আছমিনা বেগম,সদস্য জিনিয়া আক্তার,গাইবান্ধা ইউনিয়নের মহিলালীগের সভাপতি রৌশনারা আক্তার ও স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীসহ সুধী বৃন্দ। জানা যায়,এগারো লক্ষ চৌষট্রি হাজার আটশত টাকা ব্যায়ে ওই গ্রামের ৯১টি পরিবার পল্লী বিদ্যুতের আওতায় আনা হয়।

Print Friendly, PDF & Email