দশমিনা উপজেলা আ”লীগের যুগ্ন-সাধারন সম্পাদকের মা আর নেই
সঞ্জয় ব্যানার্জী সঞ্জয় ব্যানার্জী
দশমিনা প্রতিনিধি

পটুয়াখালী দশমিনা উপজেলার ৬নং বাশঁবাড়িয়া ইউনিয়ানের চরহোসনাবাদ গ্রামের আলহাজ্ব মকবুল আহম্মেদের সহধর্মীনি ও উপজেলা আ”লীগের যুগ্ন সাধারন সম্পাদক সিকদার আঃ রাজ্জাক এর মা ছকিনা বেগম আর নেই। (ইন্না…….রাজেউন)। রবিবার রাত্র ২:৪৭ মিনিটের সময় ঢাকায় মেঝ সন্তানের বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুতে কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিন ছেলে ও তিন মেয়েসহ বহু আত্মীয় সজন গুনিগ্রাহী রেখে গেছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান সিকদার বাপ্পি সিকদার জনান, রবিবার রাত ২:৪৭ মিনিটের সময় ঢাকা আমার মেঝ কাকার বাসায় চিকিৎধীন অবস্থায় ক্যন্সারে আক্রন্ত রোগে ভুগছিলেন। গতকাল শোমবার আসরবাদ মরহুমের জানাযা শেষে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।