শ্রীপুরে প্রতিবন্ধী ভিক্ষুক কে হুইল চেয়ার দিল- ফাইভ স্টার

এস এম জহিরুল ইসলাম এস এম জহিরুল ইসলাম

গাজীপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৮ | আপডেট: ৭:৩৮:পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৮
মানুষ মানুষের জন্য জয় হউক মানবতার!!

ছেলেটির নাম জাহাঙ্গীর দু’টি পা অচল দারিদ্রতার কারণে হুইল চেয়ার কেনা হয়নি কখনো। পথ চলতে হয় হামাগুড়ি দিয়ে,দীর্ঘ ১৮ বছর পর ১১ মার্চ রোববার তার মনের আশা পূরণ করলো ফাইভ স্টার গ্রুপের প্রতিষ্ঠাতা সাংবাদিক টি আই সানি, এবং সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলার ধনুয়া কাচারী পাড়া আহাম্মদ দাখিল মাদ্রাসার সুপার মোঃ শফিকুল ইসলাম।

প্রতিবন্ধী জাহাঙ্গীর বলেন,

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পারুলদিয়া গ্রামের হত দরিদ্র পরিবারের হোসেন অালীর সংসারে জন্ম,দুই ভাই এক বোনের মধ্যে অামিই বড় ছেলে,বাবা প্যারালাইজড হওয়ায় জন্মগত ভাবে পুঙ্গত্ব জীবন নিয়ে সংসারের হাল ধরতে নেমেছি ভিক্ষা করতে,অামার ভিক্ষার টাকায় চলে সংসার,অামি জৈনাবাজার প্রায় ৭/৮ বছর যাবৎ ভিক্ষা করি,এই জীবনের চলার পথে হঠাৎ করে দেখছে সাংবাদিক টি.অাই সানি ভাই,পরে অামার নাম ঠিকানা এবং সংসারের খোঁজ খবর নিয়ে,১১/০৩/২০১৮ ইং রোববার অামাকে একটি হুইল চেয়ার দান করেছে,এই চেয়ার পাওয়ার অাগে হামাগুরি দিয়ে হাতের উপর বর করে চলতে হয়েছে,অনেক সময় রাস্তায় চলতে গেলে মানুষের পায়ের পারার নিচে পরতে হয়েছে,পায়ের অাঙ্গুল এবং হাটুর চামরা উঠে রক্ত বের হয়েছে,এখন অার সে কষ্টটা হবেনা,চেয়ারটা পাওয়ার পর অামি অনেক খুশি,এখন অামার হাটু দিয়ে রক্ত বের হবেনা।

Print Friendly, PDF & Email