বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার সদরসহ বিভিন্ন গ্রামে নিরাপদে মাদক ব্যবসা চলেছে । কিশোর ও যুবক মাদক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। পুলিশ প্রতিনিয়ত মাদক নিয়ন্ত্রন অভিযান চালালেও সম্প্রতি বাউফল উপজেলা অডিটরিয়মে এক সভায় জনপ্রতিনিধিরা বিভাগীয় কমিশনারের কাছে মাদক নিয়ন্ত্রন নিয়ে তাদের অসহায়ত্বতার কথা প্রকাশ করেছে।
জানাগেছে,বাউফল পৌরসভাসহ ১৫ টি ইউনিয়নে মাদক ব্যবসা হরহামেশে চলেছে। বাউফল সদর ইউনিয়নের মাদক ব্যবসার স্পট আলতাফ ঘের বদল হয়ে মধ্যে বিলবিলাস মিয়া বাড়ির পশ্চিম পাশে নিরাপদ স্থান হিসাবে বেঁচে নিয়েছে।ওই এলাকার নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, মধ্য বিলবিলাস গ্রামে অর্থাৎ (বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয় পিছনে চেয়ারম্যান নজির মিয়া বাড়ির পশ্চিম পাশে ধোপা বাড়ি ব্রীজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার আখড়া গড়ে তুলেছেন। প্রতিদিন হোন্ডা থামিয়ে ওই স্থানের পানের বরজ পাশে একশ্রেনী যুবক মাদক নিয়ে ঘোড়াঘুড়ি করে থাকে। চক্রটি এলাকার বাইিরে থেকে আশা অটো গাড়ী অথবা হোন্ডা আশা লোকদের কাছে হরহামেশে লেনদেন করে থাকে। বিশেষ করে, সকাল ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত মাদক লেনদেন হয়ে থাকে। এ চক্রটি ওই স্থানে বেশি সময় অপেক্ষা করে না।
বাউফল থানার ওসি মনিরুল ইসলাম জানান,মাদক ব্যবসায়ী নতুন নতুন কৌশল অবলম্বন করছে। মাদক ব্যবসায়ী সোর্স টাকা দিয়ে গ্রেফতার করতে পারছি না। মাদক বিক্রির ক্ষেত্রে নতুন নতুন কৌশল অবলম্ব করছে। গ্রেফতারের চেষ্টা চলছে।