
পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয় সড়কের স্বর্গীয় চিত্ত রঞ্জনের কনিস্ট কন্যা মিতালী ব্যানার্জীর ১০ম বিবাহ বার্ষিকী আজকের এদিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মিতালী ব্যানার্জী। খুলে গেল স্বপ্নীল স্মৃতির ফিতে। আজ দিন তবে হোক রঙিন পাশাপাশী বসে হাতে হাত রেখে।
কামনার জানালা রুপোলী কিরনে ভরা দৃষ্টির সীমানায় স্বর্গীয় রেখা। আজকের কামনা, বিনীত প্রার্থনা আজীবন সুখে-দুখে পাশাপাশী থাকা। জীবনের পথ হোক সুখময় ধুয়ে যাক হতাশার শেষ ক্লান্তিটি। উদয়ের আলোক উপচে পড়ুক শুভ হোক ১০ ম বিবাহ বার্ষিকী। গত ২০০৮সালের ১১ই মার্চ ভালোবেশে একে অপরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হই।
বিবাহের পরে ২০১০সালের জুন মাসের ২১তারিখে পুত্র সন্তানের জম্ম গ্রহন করেন। বিবাহ বার্ষিকীতে সঞ্জয় ব্যানার্জী’র পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।