বাবুগঞ্জে জাল টাকাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৮ | আপডেট: ১০:২৯:অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৮

বাবুগঞ্জে ২৯ হাজার জাল টাকার নোটসহ আটক করে গণধোলাই দিয়ে ফাহাদ হোসেন(২২) এবং আমিনুল ইসলাম(২৫) নামের দুই যুবককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল রবিবার দুপুর ২ টায় বাবুগঞ্জ বাজার ব্যবসায়ী মোঃ মামুন হোসেন’র দোকানে পণ্য ক্রয় করে ১ হাজার টাকার নোট প্রদান করেন ওই দুই যুবক। টাকার নোটটি সন্দেহ হলে মামুন তাদেরকে চ্যালেঞ্জ করে।

 

অবস্থা বেগতিক দেখে দুই জাল টাকার ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা পিছু তাড়া করে তাদের আটক করে গণধোলাই শুরু করে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে আটক ফাহাদ ও আমিনুল’র কাছ থেকে ১ হাজার টাকার ২৯টি জাল নোট উদ্ধার করে গ্রেফতার পূর্বক থানায় নিয়ে যায়। ওসি আব্দুস সালম বলেন, প্রেফতার হওয়া দুই যুবকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

Print Friendly, PDF & Email