গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান,নারী-পুরুষসহ আটক ২৯

মোঃ রবিউল করিম মোঃ রবিউল করিম

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৮ | আপডেট: ২:৪২:অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৮

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় আজ ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে আটটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ২৯জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুর অর রশিদের নির্দেশে চান্দানা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা, রোজ গার্ডেন, ময়নামতি, রাজধানী, নিউ রাজধানী, রাজমনি, এশিয়া ও বিলাশ আবাসিক হোটেলগুলোতে অভিযান চলানো হয়। এসময় অসাামাজিক কার্যকলাপের দায়ে হোটেল থেকে ১২জন পুরুষ ও ১৭জন নারীকে আটক করা হয়।

এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই জাকির হোসেন।

Print Friendly, PDF & Email