মঠবাড়িয়ায় নারী এনজিও কর্মীকে বখাটের মারধর
উত্যক্ততের প্রতিবাদ করায়
শিবাজী মজুমদার শিবু শিবাজী মজুমদার শিবু
মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় উত্যক্তের প্রতিবাদ করায় হাসান হাওলাদার (৩২) নামে বখাটে এক নারী এনজিও কর্মীকে মারধর করে আহত করেছে। আজ শনিবার সকালে উপজেলার মিরুখালী বাজারে হাটুরে লোকজনের সামনে বখাটে হাসান ওই নারী এনজিও কর্মীকে মারধর করে। বখাটের মারধরে মেয়েটির হাতের আঙ্গুল ফেঁটে রক্তাক্ত জখম হয়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করায়। এ ঘটনায় অভিযুক্ত বখাটে হাসানকে পুলিশ আটক করেছে।
বখাটের মারধরে আহত এনজিও কর্মী দিপু রানী হাওলাদার (২০) বেসরকারী সংস্থা আশার স্থানীয় মিরুখালী শাখায় ডায়াবেটিক প্রকল্পে কর্মরত।
এ ঘটনার প্রতিকার চেয়ে ভূক্তভোগি মেয়েটি বাদি হয়ে অভিযুক্ত বখাটে হাসান হাওলাদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
থানা ও ভূক্তভোগি মেয়েটির পরিবার সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া উপজেলার নাপিতখালী গ্রামের কৃষক নেপাল চন্দ্র হাওলাদারের মেয়ে দিপু রানী হাওলাদার আশা এনজিওর একটি স্বাস্থ্য প্রকল্পে মাঠকর্মী হিসেবে স্থানীয় মিরুখালী শাখায় কাজ করে আসছিল। ওই কাজে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে স্থানীয় দক্ষিণ মিরুখালী গ্রামের মৃত সেকান্দার আলী হাওলাদারের বখাটে ছেলে হাসান হাওলাদার মেয়েটিকে উত্যবÍ কওে আসছিল। এর প্রতিকার চেয়ে ভূক্তভোগি মেয়েটি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের জানায়। এতে বখাটে হাসান মেয়েটির ওপর ক্ষিপ্ত হয়। আজ শনিবার সকালে মেয়েটি বাজারে কাজে গেলে ওই বখাটে মেয়েটিকে সড়কে আটকে অকথ্য গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ জানালে বখাটে হাসান মেয়েটিকে মারধর করে আহত করে। বখাটের কিল ঘুষিতে মেয়েটির হাতের আঙ্গুল ফেটে যায়।
্স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুস সোবাহান শরীফ জানান, মারধরের শিকার মেয়েটির বিচারের জন্য আমার কাছে আসছিল। আমি তাদের থানায় অভিযোগ দায়েরর পরামর্শ দিয়েছি।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক শাহনাজ পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভূক্তভোগি মেয়েটি লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে আটক করা হয়ছে।