ইসলামপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৮ | আপডেট: ৫:২০:অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৮

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: “জানবে বিশ্ব জানবে দেশ,দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ” এ প্রতিপাদ্যে জামালপুরের ইসলামপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০১৮উপলক্ষে র‌্যালি,চিত্রাংকন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে শনিবার সকালে দিূর্যোগ প্রস্তুতি দিবসে প্রথমে গণসচেতনা মূলক একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালীটির নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামপুর উচ্চ বিদ্যালয় জনতা মাঠে গিয়ে শেষ হয়। উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চিত্রাংকন,আলোচনা সভা ও দূর্যোগ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের মহড়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ইসলামপুর উপজেলা কৃষি অফিসার মতিউর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আহসান আলী,সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার খোরশেদ আলম চৌধুরী,উপজেলা প্রকল্প সুপার ভাইজার মমিনুর রহমান মমিন ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন বাবু প্রমূখ। চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।

Print Friendly, PDF & Email