ইসলামপুর সাপধরী ও পাথর্শী ইউনিয়নের জাতীয় পার্টির আহবায়ক কমিটি অনুমোদন

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৮ | আপডেট: ৭:২২:অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৮

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: ইসলামপুর সাপধরী ও পাথর্শী ইউনিয়নের জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার বিকালে এ উপলেক্ষে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লুর রহমান বিপুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আঃছালাম ঘুনু,ফেরদৌসুর রহমান সরকার,এইচএম শাহআলী,মমতাজুর রহমান ফকির,সদস্য সাংবাদিক রোকনুজ্জামান সবুজ,পৌর জাতীয় পার্টির আহবায়ক তারা মিয়া,যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,সদস্য রেজ্জাক ও উপজেলা জাতীয় যুব সংহতির নেতা দেলোয়ার হোসেন দেলু প্রমূখ।
সভায় সর্বসম্বতিক্রমে সাপধরী ইউনিয়নের ফজল হককে আহবায়ক ও মানিকুল ইসলামকে যুগ্ম আহবায়ক ৭১সদস্য বিশিষ্ঠ এবং পাথর্শী ইউনিয়নে সিদ্দিকুর রহমান বাট্রকে আহবায়ক ও হাফিজুর রহমান জেম্সকে যুগ্ম আহবায়ক করে ৭১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। এসময় উপজেলা,পৌর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email