
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি:ইসলামপুরে জাতীয় পার্টিতে পাথর্শী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম যোগদান করেছেন। বৃহস্প্রতিবার ইসলামপুর উচ্চ বিদ্যালয় মার্কেটে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জিল্লুর হমান বিপু ও উপজেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গলায় মাল্য দিয়ে তাকে বরণ করে নেন। পল্লীবন্ধু এইচএম এরশাদের হাতকে শক্তিশালী করার লক্ষে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক বিশিষ্ঠ শিল্পপতি মোস্তফা আল মামুনের ডাকে সারা দিয়ে এসময় বিএনপিসহ বিভিন্ন দল থেকে একই ইউনিয়ন থেকে ছামিউল হক,নুরুল ইসলাম,ইকতার আলীসহ আরো কয়েকজন যোগদান করেন। উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লুর রহমান বিপুর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আঃছালাম ঘুনু,ফেরদৌসুর রহমান সরকার,এইচএম শাহআলী,মমতাজুর রহমান ফকির,সদস্য সাংবাদিক রোকনুজ্জামান সবুজ,পৌর জাতীয় পার্টির আহবায়ক তারা মিয়া,যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,সদস্য রেজ্জাক ও উপজেলা জাতীয় যুব সংহতির নেতা দেলোয়ার হোসেন দেলু প্রমূখ। উল্লেখ যে, ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক বিশিষ্ঠ শিল্পপতি মোস্তফা আল মামুন জাতীয় পার্টির প্রতীক লাঙ্গলে হাল হাল ধরার পর ইসলামপুরে জাতীয় পার্টিতে যোগদানের ঢল নেমেছে।