কুয়াকাটার গঙ্গামতি সাইনবোর্ড ভাঙ্গার অভিযোগ

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৮ | আপডেট: ৬:৫১:অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৮

মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী : কুয়াকাটার গঙ্গামতি সাইনবোর্ড ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, গত ৭ মার্চ গভীর রাতে সোহেল গ্রুপের লোকজন গঙ্গামতি মৌজার ৪৮নং খতিয়ানের ক্রয়সূত্রে মালিক মাহেনুর বেগম গংদের সাইনবোর্ড ভেঙ্গে নিয়েগেছে। তরমুজ চাষী মোঃ জলিল জানিয়েছেন,প্রথম একটি সাইন বোর্ড ভেঙ্গে নিয়ে যায়, দ্বিতীয় সাইনবোর্ডটি ভাংতে গেলে স্থানীয় তরমুজ চাষীরা ২জনকে আটক করে বেধরক মারধর করেছে। এসময় ওই দুই ব্যাক্তির কাছে কোদাল ও একটি বগি পায় চাষীরা, পরে আটকৃত দুই ব্যাক্তি ও উদ্ধারকৃত কোদাল ও বগি পুলিশের হাতে সোপর্দ করেছে তারা। পুলিশে দেয়ার ঘটনায় সোহেল গ্রুপের আলামিন, আবু ও ছলেমান বিশ্বাস তরমুজ চাষীদের তরমুজ নষ্ট করার হুমকী দেয়। এব্যাপারে মহিপুর থানার এস আই হাফিজুর রহমান জানিয়েছেন, জমাজমি সংক্রান্ত বিরোধে সাইনবোর্ড ভাঙ্গাকে কেন্দ্র করে মারধরের ঘটনা সত্য তবে কারো কাছে কোন প্রকার অস্ত্র পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযুক্তরা জানিয়েছেন, ভাঙ্গাকৃত সাইন বোর্ড অনেক পূর্বেই বন্যায় ভেঙ্গে যাওয়ার পর তারা ওখানে কোনো সাইন বোর্ড লাগায়নি। ওই ক্ষতিয়ানে সোহেল মিয়ার স্থানীয় মাপের কানিতে কানিতে জমি রয়েছে। ওই জমিতে দাড়িয়ে তারা গল্প করতে থাকলে মাহেনুর বেগম গংদের ভাড়াটিয়া স্থানীয় ভূমি-খেকোরা দলবদ্ধ ভাবে আচমকা ডাকচিৎকার দিয়ে এসে বেধরক মারধর করে। এতে দুজন আহত হয়।

Print Friendly, PDF & Email