আন্তর্জাতিক নারী দিবসে মাদার তেরেসা গোল্ড মেডেল পেলেন মতিয়া জুয়েল

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৮ | আপডেট: ৫:৪৪:অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৮

আন্তর্জাতিক নারী দিবসে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সাংগঠনিক দক্ষতা, সামাজিক উন্নয়ন ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ড মেডেল পদক পেয়েছেন ঝালকাঠির মতিয়া মাহফুজ জুয়েল। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিঞা তাঁর হাতে গোল্ড মেডেল ও সনদ তুলে দেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান। উল্লেখ্য, মতিয়া মাহফুজ জুয়েল ঝালকাঠি জেলা মহিলাদল সভানেত্রী।

Print Friendly, PDF & Email