লামায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৮ | আপডেট: ১১:২৬:অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৮

ফরিদ উদ্দিন, বান্দরবান (লামা)
বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় বক্তাগণ বলেছেন,“দেশের নারী সমাজ উন্নত না হলে দেশ ও জাতীর কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়।” গতকাল বৃহষ্পতিবার “সময় এখন নারীর ঃ উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে-জীবনধারা-কে প্রতিপাদ্য করে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

কারিতাস স্যাপলিং প্রকল্পের উদ্যোগে এদিন সকালে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু। সভায় উপজেলা চেয়ারম্যান প্রধান অতিথি ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কারিতাস স্যাপলিং সমন্বয়ক ইয়াহিয়া আহমেদ, জেন্ডার সমন্বয়ক অকুল ত্রিপুরা ও এনজেড একতা মহিলা সমিতির সমন্বয়কারী মোঃ আবুল কালাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুস্মিতা ত্রিপুরা।#

Print Friendly, PDF & Email