জামালপুরে চাকুরীক্ষেত্রে কোঠা নিয়ে ষড়যন্ত্র’র প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি:
চাকুরীক্ষেত্রে কোঠা নিয়ে ষড়যন্ত্রর প্রতিবাদে ও মুক্তিযোদ্ধা সন্তানদের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার লক্ষে জামালপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের দয়াময়ী মোড়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তান জামালপুর জেলা শাখার আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার সুজাত আলী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জামালপুরের আহ্বায়াক শাহাজাদা সহ আরো অনেকে।
এ সময় বক্তারা চাকুরীক্ষেত্রে কোঠা নিয়ে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলেন এটা তাদের অধিকার আর এই অধিকার বাস্তাবায়নে ও মুক্তিযোদ্ধা সন্তানদের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার জন্য বর্তমান মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের প্রতি আহ্বান জানান।