
শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা- “সময় এখন নারীরঃ উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম শহরের কর্ম জীবন ধারা” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অফিস ও উপজেলা সকাল ১০টায় একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবি , উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন শাহী, অতিরিক্ত কৃষি কর্মকর্তাসহ আরো অনেকে। এসময় বক্তারা নারী দিবসের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন। এর আগে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।