বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয় পুলিশ। ধাওয়া করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের সামনে এসব ঘটনা ঘটে।
বিএনপি নেতারা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। কর্মসূচি চলাকালে জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি প্রমুখ বক্তব্য দেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়।
পুলিশ ধাওয়া করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। শান্তিপূর্ণ কর্মর্সূচিতে পুলিশি বাধার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ