শ্রীপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত দলের সদস্য নিহত
এস এম জহিরুল ইসলাম এস এম জহিরুল ইসলাম
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্দুর রব হাওলাদার(৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য ও ডাকাতির প্রস্তুতিকালে গুলি বিনিময়ের সময় নিজেদের ছুড়া গুলিতে তার মৃত্যু হয় বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায় উপজেলার কর্ণপুর(ভুইয়ার ভিটা) এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানা সূত্র জানায়, নিহত আব্দুর রব হাওলাদার(৪০) শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার শিবপুর গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদার ছেলে। মঙ্গলবার রাতে নিয়মিত টহল দিচ্ছিলেন থানার এসআই শহিদুল ইসলাম মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল। দিবাগত রাত ৩টার দিকে কর্ণপুর ভুইয়ার ভিটা এলাকায় গেলে ১০-১২জনের সংঘবদ্ধ ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় নিজেদের নিরাপত্তার স্বার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। দুই পক্ষের গুলি বিনিময়ের সময় ডাকাত দলের নিজেদের ছুড়া গুলিতে তাদের এক সদস্য গুরুতর আহত হয়। আহত অবস্থায় দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হুজ্জাতুল ইসলাম পলাশ দায়িত্বরত চিকিৎসক তামান্নার বরাত দিয়ে জানান, রাত সাড়ে ৩টায় এক ব্যক্তিকে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ডাক্তার নিশ্চিত হয়েছে। তার শরীরে ৪টি গভীর ক্ষত দেখা গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান জানান, ডাকাতির প্রস্তুতিকালে নিজেদের ছুড়া গুলিতে বিদ্ধ হয়ে এক ডাকাত নিহত হয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও চাঁদাবাজিসহ ১৫টি মামলা রয়েছে। শ্রীপুরে স্বর্ণের দোকানে ডাকাতি মামলারও আসামি সে।