
শহীদ জিয়া আইনজীবী পরিষদ এর নারায়ণগঞ্জ জেলার আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ১২ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে জেলা আইনজীবী সমিতির আপ্যায়ন বিষয়ক সম্পাদক এড. সুমন মিয়া এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. জাহিদুল ইসলাম মুক্তা।
গত সোমবার (৫ মার্চ) রাতে ঢাকায় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন শহীদ জিয়া আইনজীবী পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু ইউসুফ সরকার।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাছুদুর রহমান তরফদারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ মোল্লা।
শহীদ জিয়া আইনজীবী পরিষদ এর নারায়ণগঞ্জ জেলা কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. রোকন উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মাহাবুব আলম (লিটন), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোসা: শারমিন আক্তার, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মো. নুরুল কাদির সোহাগ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল মল্লিক (শিপলু), সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকে মো. নয়ন ঢালী, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আমেনা আক্তার (শিল্পী) ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান (মাসুদ)।
আগামী কয়েক মাসের মধ্যে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন নতুন সভাপতি অ্যাডভোকেট সুমন মিয়া।