রোববার সিঙ্গাপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৮ | আপডেট: ১১:৩৯:অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৮

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় চারদিনের সফরে রোববার (১১ মার্চ) সিঙ্গাপুরে যাচ্ছেন।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোং’র আমন্ত্রণে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিই হবে তার এ সরকারি সফরের মূল লক্ষ্য।

এ বিষয়ে বুধবার (৭ মার্চ) সকাল ১১টায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ব্রিফ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। এর মধ্যে রয়েছে- পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ সংক্রান্ত সমঝোতা স্মারক, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও সিংগাপুরের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের (আইই) মধ্যে সহযোগিতা চুক্তি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি (এমসিসিআই)-এর সঙ্গে সিঙ্গাপুরের দুই ব্যবসায়িক সংগঠনের মধ্যে পৃথক দু’টি চুক্তি।

এছাড়া তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সমঝোতা স্মারকের সম্ভাবনা রয়েছে দু’দেশের মধ্যে। সেখানে একটি সেমিনারে অংশ নেবেন শেখ হাসিনা। আগামী ১৪ মার্চ (বুধবার) তার ঢাকায় ফেরার কথা।

Print Friendly, PDF & Email