খালেদার সঙ্গে দেখা করবেন ১০ নেতা

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৮ | আপডেট: ১১:৩৭:অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৮

কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দশ জন জ্যেষ্ঠ নেতা। আগামীকাল বুধবার বেলা তিনটায় নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে তাঁরা দেখা করার কথা।

বুধবার (৭ মার্চ) বিকেল ৩টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে চেয়ারপারসনের সঙ্গে সিনিয়র নেতারা দেখা করতে যাবেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. মাহবুবুর রহমান (অবসরপ্রাপ্ত), ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন।

দলের একজন জ্যেষ্ঠ নেতা বলেন এর আগে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিবের কাছে আবেদন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিখিত আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার বিএনপির দশ জনকে অনুমতি দেওয়া হয়।

Print Friendly, PDF & Email