বানারীপাড়ায় যুবদল নেতা আটক

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৮ | আপডেট: ১১:২০:অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৮

বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লিফলেট বিতরণের অভিযোগে যুবদল নেতা আ. রাজ্জাককে আটক করেছে পুলিশ।সোমবার সন্ধ্যায় উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের নতুন বাজারে অলিউল্লাহর চায়ের দোকানের সামনের রাস্তায় পথচারিদের মাঝে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন মামলায় বেগম খালেদা জিয়ার কারাদন্ড’ শিরোণামে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিষেদাগার করে লিফলেট বিতরণ করার সময় যুবদল নেতা আ. রাজ্জাককে ওই এলাকার নজরুল ইসলাম সহ স্থানীয়রা লিফলেট বিতরণ করতে নিষেধ করলে আ. রাজ্জাকের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এসময় স্থাণীয় জনতা আ. রাজ্জাককে আটক করে পুলিশে খবর দেয়।পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।এব্যপারে আহত নজরুল ইসলাম বাদী হয়ে আ. রাজ্জাক সহ ৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।অপর আসামীরা হলেন মিরাজ,আ. সালাম মুন্সী,মিজান,মুনির,দেলোয়ার,শের শাহ,মিরাজ,হালিম কাজী।আটককৃত আ. রাজ্জাক উপজেলার উদয়কাঠি ইউনিয়নের লবণসাড়া গ্রামের মৃত আ. করিমের ছেলে।থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আ. রাজ্জাককে জেল হাজতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email