সীতাকুণ্ডে স্ত্রীকে হত্যা করেছে হাইওয়ে পুলিশের সোর্স স্বামী মোহরম আলী
জি এম নিউজ জি এম নিউজ
এডিটর প্যানেল

সুজন,সীতাকুণ্ড প্রতিনিধি( চট্টগ্রাম): সীতাকুন্ডে গৃহবধুকে হত্যা করে ঘরের বাইরে তালা দিয়ে পালিয়েছে ঘাতক স্বামী। সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাট পন্থিশাহ মাজারের সামনে হাজি ইউসুফের ভাড়া ঘরে মর্মান্তিক হত্যাকান্ডটি ঘটেছে।অদ্য ৫মার্চ সোমবার দুপুরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙ্গে লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধুর নাম জাহানারা বেগম (৩৫)। স্বামী : মোশাররফ হোসেন ।স্থানীয়রা জানায় এক কন্যা মোরশেদা (১৩)ও এক পুত্র রাকিব(১০)কে নিয়ে গত ফেব্রুয়ারীতে ভাড়া ঘরে বসবাস শুরু করে এবং সে বারআউলিয়া হাইওয়ে পুলিশের সোর্স হিসেবে কাজ করলেও মূলত সে একজন ইয়াবা ব্যবসায়ী। । ঘটনাস্থল পরিদশন করেন অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুন্ড সার্কেল সম্পা রানী সাহা, অফিসার ইনর্চাজ ইফতেখার হাসান পিপিএম (বার) পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক পিপিএম। লাশের সুরতহাল করেন এস আই এমদাদুল হক তিনি জানান নিহতের বোন শাহানাজ আক্তার সম্পা বাদী হয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।