৩০ বছর পর আবারও “রামগড় জেলা চাই” আন্দোলনের সূচনা

জি এম নিউজ জি এম নিউজ

এডিটর প্যানেল

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৮ | আপডেট: ১১:১০:অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৮

রামগড় প্রতিনিধি: ৫ ফেব্রুয়ারী সকাল ১১টার সময় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে “১৯২০ সনের রামগড় মহুকুমাকে জেলা ঘোষনা সময়ের দাবি” শীর্ষক আলোচনা সভা ও সুধী সমাবেশ রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান আব্দুল কাদের এর সভাপতিত্তে অনুষ্ঠিত হয় সভায় আলোচনায় অংশ গ্রহন করে রামগড় পৌরসভার ফেনেল মেয়র ১ আহসান উল্যাহ কাউন্সিলর, রামগড় ইউপির সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সম্পাদক আবু তাহের, রামগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শ্যামল রুদ্র ও সম্পাদক বেলাল হোসেন, দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি নিজাম উদ্দিন লাভলু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম, মাষ্টার পাড়া বাজার কমিটির সম্পাদক মোঃ শাহ আলম, রামগড় বাজার কমিটির সভাপতি হাসেম খাঁ ও সহ-সম্পাদক দেবব্রত শর্মা প্রমুখ। সভায় উপস্থাপনা করেন সাংবাদিক নিজাম উদ্দিন।
রামগড়, মাটিরাঙ্গা, গুইমারা,মানিকছড়ি, লক্ষীছড়ি উপজেলা নিয়ে রামগড় জেলা করার দাবিতে পুনরায় আন্দোল করা হবে। আবার বড় পরিষরে সভা করে আন্দোলনের জন্য কমিটি গঠন করা হবে। সব বক্তাই এবারে দাবি বাস্তবায়ন ছাড়া আন্দোলন বন্ধ না করার জন্য বলেন। সভাপতির সমাপনি বক্তব্যে এই আন্দোলনের শেষ পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহব্বন করেন, নিজেও থাকার অঙ্গিকার করেন।

Print Friendly, PDF & Email