এবারের বইমেলা বেশ উপভোগ করেছি – রাকিব আল হাসান

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৮ | আপডেট: ১১:৫৫:পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৮

বাঙালির প্রাণের উৎসব হিসেবে বরাবর বিবেচিত বইমেলা। মহান ভাষার মাসের এ আয়োজনে বহিঃপ্রকাশ পায় বাংলা সাহিত্যের চেতনা। হাজার হাজার পাঠক লেখক সারাবছর অপেক্ষায় থাকে তাদের প্রাণের স্পন্দনের এ মেলার। দেখতে দেখতে এ বছরের বইমেলা সম্প্রতি শেষ হয়েছে। বইমেলা ২০১৮ এর নিয়ে জিএমনিউজ.কমের মুখোমুখি হয়েছেন তরুন উদীয়মান লেখক রাকিব আল হাসান। বর্তমান সময়ের তরুণদের মাঝে ইতোমধ্যেই বেশ জনপ্রিয় একজন লেখক হিসেবে পরিচিত তিনি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এমবিবিএস (তৃতীয় বর্ষ) পড়াশোনা করা এ তরুন ২০১৫ সালে ‘অবরুদ্ধ কারাগার’ কাব্যগ্রন্থটি দিয়ে তার লেখক জীবনের যাত্রা শুরু করেন। সৃষ্টিশীল এ তরুন এবারের বইমেলায় পাঠকদের জন্য নিয়ে এসেছেন তার পঞ্চম কাব্যগ্রন্থ দুরত্বমা। ‘বর্ষাদুপুর’প্রকাশনী থেকে প্রকাশ পাওয়া বইটি নিয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন নাইম ইসলাম। জিএমনিউজঃ এবারের বইমেলায় ‘বর্ষাদুপুর’ থেকে আপনার পঞ্চম বই ‘দূরত্বমা’ প্রকাশিত হয়েছে, বইমেলার এবারের আয়োজনের আজ শেষদিন পর্যন্ত কেমন সাড়া পেলেন? রাকিব আল হাসানঃ ব্যাপক সাড়া পেয়েছি, সেটা দূরত্বমার পাঠকদের সাড়া দেখেই বোঝা যায়! জিএমনিউজঃ দুরত্বমার দ্বিতীয় সংস্করন বের হওয়ার পরে লেখক হিসেবে আপনার অনুভূতি কেমন ছিলো? নিজেকে কি স্বার্থক মনে হয়েছে? রাকিব আল হাসানঃ সার্থক মনে হবার কিছু নেই। বই বিক্রি হওয়াই লেখকের মূল উদ্দেশ্য নয়। কে কিভাবে নিলো, কয়জন গ্রহণ করলো সেটাই মুখ্য! জিএমনিউজঃ আপনার প্রকাশ পাওয়া “অবরুদ্ধ কারাগার”, “রাত তিনটায় কিছু ব্যক্তিগত দাবি”, “মাশরাফিনামা”, “একটি ইভেন্ট খোলার প্রস্তুতি চলছে” এবং এবারের বইমেলায় প্রকাশিত “দূরত্বমা” এই পাঁচটি বইয়ের মধ্যে কোনটিকে এগিয়ে রাখবেন? রাকিব আল হাসানঃ আমার কাছে প্রতিটি সকালই নতুন। প্রতিটি জিনিসই নতুন। জিএমনিউজঃ নিজের কোন লেখাটি আজও মনে দাগ কেটে আছে? রাকিব আল হাসানঃ এ মুহূর্তে ঠিক মনে পড়ছে না। জিএমনিউজঃ বইমেলাকে কেন্দ্র করে আমাদের তো কিছু খারাপ অভিজ্ঞতা আছে৷ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আপনার এ ব্যাপারে কি কোন নির্দেশনা আছে? রাকিব আল হাসানঃ সেটা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কথা বলবে। জিএমনিউজঃ বইয়ের ক্রেতা-বিক্রেতা সবার প্রতি আপনার আহবান কী? রাকিব আল হাসানঃ ক্রেতা বিক্রেতার প্রতি আহবান নাই। পাঠকদের প্রতি আছে। লেখকদের প্রতি আপনারা আরো সৎ হোন। জিএমনিউজঃ আপনার সবচেয়ে জনপ্রিয় ‘মাশরাফিনামা’ বইটির নতুন এডিশন করার ইচ্ছের কথা বলেছিলেন, সর্বশেষ প্রস্তুতি নিয়ে যদি কিছু বলতেন। রাকিব আল হাসানঃ এটির নতুন ও পরিমার্জিত সংস্করণ ভিন্ন আঙ্গিকে করার ইচ্ছা আছে। সময় হলে জানাবো। জিএমনিউজঃ লেখালেখি, পড়াশুনার পাশাপাশি সামাজিক কাজেও নিজেকে জড়িয়ে রেখেছেন আপনি। আপনার স্বপ্নের “ইস্পাহানিয়ান সোসাইটি” এর বর্তমান অবস্থা কি? রাকিব আল হাসানঃ ভালোই চলছে। আরো নতুনত্বের জায়গা নিয়ে কাজ করছি। জিএমনিউজঃ আপনার পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন.. রাকিব আল হাসানঃ এযাবতকাল আপনার যে ভালোবাসা পেয়ে এসেছি, ভবিষ্যতে ও তা অব্যাহত দেখতে চাই! জিএমনিউজঃ এডুকেশন ভিত্তিক একটা সফটওয়্যার নিয়ে বেশ কিছুদিন যাবত কাজ করছেন আপনি এবং আপনার বন্ধু। সফটওয়্যারটির ব্যাপারে একটু ধারণা কি দেয়া যাবে? আগামী কতদিনের মধ্যে সবার সামনে উম্মুক্ত করতে পারবেন বলে আশাবাদী? রাকিব আল হাসানঃ এ বছরের মাঝামাঝি সময়ে এটি বাজারে আসবে আশা করি। জিএমনিউজঃ গল্প, কবিতা, কলাম ও রম্য রচনার সাথে সাথে গীতিকবিতা রচনায় আপনার আগ্রহের কথা বেশ কয়েকবার জানিয়েছেন। গানের লিরিক্স লেখায় আপনি কতদূর এগিয়েছেন? দর্শকদের ঠিক আর কতদিন অপেক্ষা করতে কবে? রাকিব আল হাসানঃ বইমেলা শেষ হয়েছে। সেটি নিয়ে এবার পুরোদমে কাজ শুরু হবে। জিএমনিউজঃ এবারের বইমেলার আয়োজন নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? রাকিব আল হাসানঃ বইমেলার এবারের আয়োজন খুব ভালো লেগেছে। আমি বেশ উপভোগ করেছি। জিএমনিউজঃ ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময়ের মধ্য থেকে আমাদের সময় দেয়ার জন্য। রাকিব আল হাসানঃ ধন্যবাদ জিএমনিউজ.কম পরিবারকে।

Print Friendly, PDF & Email