গণতন্ত্র রক্ষার যেকোন আন্দোলনে সমর্থন দিবে যুক্তফ্রণ্ট: বি. চৌধুরী
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

এ জেড ভূঁইয়া আনাস : দেশে এখন গণতন্ত্র নেই। এ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। তাই গণতন্ত্র রক্ষার যেকোন আন্দোলনে গণতান্ত্রিক যেকোন দলকে সমর্থন দিবে যুক্তফ্রণ্ট। শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উদযাপন কমিটির’ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
এ সময় তিনি বলেন, দেশ আজ দুর্নীতির স্বর্গ রাজ্যে পরিনত হয়েছে। এমন কোন মন্ত্রণালয় নেই যেখানে ঘুষ আর দুর্নীতি নেই। যে স্বপ্ন নিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল, মুক্তিযুদ্ধ করা হয়েছিলো সে স্বপ্ন এখনও পুরণ হয়নি। দেশের জনগণের মৌলিক অধিকার আজও নিশ্চত হয়নি। মৌলিক অধিকার নিশ্চিত করতে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রপতি।
ডিজিটাল বাংলাদেশের সমালোচনা করে তিনি বলেন, যে দেশে একটি মামলার নথিপত্র আসতে ১০ দিনের বেশি সময় লাগে সে দেশকে ডিজিটাল বলতে লজ্জা লাগা উচিৎ। ব্যাংক লুট ও প্রশ্নপত্র ফাঁস ডিজিটাল বাংলাদেশের অবদান। যে মন্ত্রণালয়ের মন্ত্রীরা ঘুষ খেতে উদ্বুদ্ধ করে। সেই মন্ত্রণালয় থেকে জাতি কি আশা করতে পারে। গত ৯ বছরে কমপক্ষে ১ কোটি ৮০ লাখ শিক্ষার্থী পাস করেছে। এসব পরীক্ষায় মেধাবীদের কোনো মুল্যায়ন করা হয়নি। বরং যারা প্রশ্নপত্র কিনে পরীক্ষা দিয়েছে তারা ভাল ফলাফল করেছে। এসব দুর্নীতিকে সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী দেশে দূর্নীতিকে জায়েজ করেছেন বলেও দাবি করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার ব্যর্থ হয়েছে। এই সমস্যা সমাধানে বহুপাক্ষিক আলোচনার প্রয়োজন। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। দ্রুত এ সমস্যা সমাধান না হলে বাংলাদেশের সকল ক্ষেত্রে বিরুপ প্রভাব পড়বে। তাছাড়া এসমস্যার সমাধান সুন্দরভাবে করতে না পারলে ভবিষ্যতে ভারতের আসাম থেকেও অভিবাসী চাপ আসতে পারে। তাই সরকারের প্রতি রোহিঙ্গা ও আসাম সমস্যা সমাধানে সম্মিলিত আন্তর্জাতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান রব।
নির্বাচন কমিশনকে তিনি বলেন, দেশের সম্পদ ব্যবহার করে সরকারি দল নির্বাচনী প্রচারণা করছে। এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি ‘লেভেল প্লেয়িং ফ্লিড’ তৈরি করতে না পারেন তবে পদত্যাগ করুন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সংবিধান বিশেষজ্ঞ ড.কামাল হোসেন ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ আরও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ। সভার সভাপতিত্ব করেন ডা.জাফরুল্লা চৌধুরী। আমাদের সময়.কম