
স্ত্রী ও মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।
আজ শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন সাকিব।
রাতে সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান, যিনি শিশির নামে পরিচিত, ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায়, সাকিবের মেয়ে আলাইনা হাসান অব্রিকে অ্যাকুরিয়াম দেখাচ্ছেন শেখ হাসিনা। কোলে নিয়ে বসে আছেন, মোবাইল ফোনে কিছু দেখাচ্ছেন। নানা রঙের বল নিয়ে আলাইনার সঙ্গে খেলছেন প্রধানমন্ত্রী।
ছবিগুলোতে শিশিরের উপস্থিতি দেখা যায়নি। তবে সাকিবকে অংশবিশেষ দেখা গেছে।
রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রিকেট অনুরাগের কথা সবারই জানা। প্রায়ই ক্রিকেটের আঙিনায় দেখা যায় তাকে। ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রী শুক্রবার সপরিবারে গণভবনে সাকিব পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
এমন পোস্ট অবশ্য ভাইরাল হয়েছে হু হু করে। ২০ মিনিটেই ৮ হাজার লাইক পড়েছে এই পোস্টে। শেয়ার পাঁচশোরও বেশি।