দৈনিক কালের কন্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে দশমিনায় মানব বন্ধন

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৮ | আপডেট: ৫:২৬:অপরাহ্ণ, মার্চ ২, ২০১৮
দৈনিক কালের কন্ঠ পত্রিকায় গত ২৮ফেব্রুয়ারি তারিখে এমপি জাহাঙ্গীরে মুখ হাত এক সঙ্গে চালান শিরোনামে প্রকাশিত সংবাদের ভিত্তিতে  পটুয়াখালীর দশমিনায় স্থানীয় আ”লীগের একাংশ দলীয় কর্যালয়র সামনে মানব বন্ধন করেন।
 গতকাল  শুক্রবার বেলা ১১টায় দলিয় কার্যালয়ের সামনে মানব বন্ধন পালন করেন। এসময় বক্তরা এমপির নামে দৈনিক কালের কন্ঠ পরত্রিকায় প্রকাশিত সংবাদের  নিন্দা জানান।বক্তরা আরও বলেন আলহজ্ব আ,খ,ম জাহাঙ্গীর হোসেন এমপি একজন সৎ  পরিচিত। এমপির বিরুদ্ধে ঈর্সান্তিত হয়ে একটি মহল তার নামে জর্ঘন্য মিথ্যা অপোপ্রচার চালাচ্ছে। অামরা এর তীব্র নিন্দা জানায়।

Print Friendly, PDF & Email